বিড়াল প্রবন্ধ প্রশ্ন উত্তর (MCQ), একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Biral Probondho Questions Answers MCQ, Part 3

এবারে প্রথমবার একাদশে সেমিস্টার পদ্ধতিতে MCQ ধরনের পরীক্ষা হবে। তথ্যগত না বোধ পরীক্ষণ মূলক প্রশ্ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা সংসদ থেকে দেওয়া হয়নি। আবার, যেহেতু বিগত বছরের প্রশ্নপত্রও হাতে নেই তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে যত বেশি জানা যায় ততই ভালো। সেটা মাথায় রেখেই আমাদের প্রশ্ন-উত্তর পর্ব তথ্য সমৃদ্ধ করে তোলার প্রয়াস করা হয়েছে। আশা করা যায়, আমাদের সঙ্গে প্রস্তুতি নিলে পরিশ্রম বিফলে যাবে না, বরং খুব ভালো ফল হবে।

বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথাসাহিত্যিক। তাঁকে ‘সাহিত্য সম্রাট’ বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাঙ্গালি হিসাবে তিনি যদুনাথ বসুর সঙ্গে গ্র্যাজুয়েট হন। তাঁর সাহিত্য কর্মের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। তার সর্ব শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হলো, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, রাধারানী, দুর্গেশনন্দিনী, রজনী, কমলাকান্তের দপ্তর প্রভৃতি। ‘বিড়াল’ প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পূর্বে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রবন্ধটি প্রকাশিত হয়।

৬১. ‘তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না’  লেখক কীভাবে ধনবৃদ্ধির কথা বলেছেন ?

উত্তরঃ চোরের জ্বালা থেকে মুক্ত হয়ে যার যত ক্ষমতা সেই অনুযায়ী ধনসঞ্চয়ের কথা বলেছেন।

৬২. ‘আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম’  লেখক কী সহ্য করতে পারলেন না ? তারপর কী বললেন ?

উত্তরঃ বিড়ালের দেওয়া চুরির স্বপক্ষে যুক্তি লেখক সহ্য করতে পারলেন না। তাই তিনি বিড়ালকে থামতে বললেন।

৬৩. সমাজের ধনবৃদ্ধি সম্পর্কে বিড়াল কী মনে করে ? বা সমাজের উন্নতি বলতে বিড়াল কী মনে করে ?

উত্তরঃ বিড়ালের মতে সমাজের ধনবৃদ্ধির মানে ধনীর ধনবৃদ্ধি/ধনীর উন্নতি।

৬৪. ‘আমি বুঝাইয়া বলিলাম যে’  লেখক কী বললেন ?

উত্তরঃ সমাজের ধনবৃদ্ধি ছাড়া সমাজের উন্নতি নাই।

৬৫. ‘সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই’  এই সম্পর্কে বিড়াল কী মনে করে ?

উত্তরঃ দরিদ্র-অভাবী মানুষ যদি খেতে না পারে তাহলে সমাজের উন্নতি অর্থহীন।

৬৬. ‘নৈয়ামিক’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত তাকে নৈয়ামিক বলা হয়। .

৬৭. ‘বিড়ালকে বোঝান দায় হইল’  কেন দায় হল ?

উত্তরঃ কারণ বিড়াল বিচারক বা নৈয়ামিক।

আরও পড়- পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর, Click Here

৬৮. লেখকের মতে মার্জার কেমন ?

উত্তরঃ  সুবিচারক এবং সুতার্কিক।

৬৯. ‘অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম’ কেন রাগ করলেন না ? লেখক কী বললেন ?

উত্তরঃ বিড়ালটি ভালো বিচারক পাশাপাশি ন্যায়শাস্ত্রে পণ্ডিতও তাই লেখক রাগ করলেন না। লেখক বললেন, ধনীদের জন্যই সমাজের উন্নতি প্রয়োজন।

৭০. ‘অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য’  লেখক কী কী কারণে এমন মন্তব্য করেন ?

উত্তরঃ

  • সমাজের উন্নতির জন্য ধনীদের ধনসঞ্চয়ের অধিকার থাকা দরকার।
  • চোরের ভয় দূর করে যাতে ধনীরা ধনসঞ্চয় করতে পারে।

৭১. ‘কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম কর’ কী নিয়মের কথা বলা হয়েছে ?

উত্তরঃ বিচারের আগে বিচারকের তিন দিন উপবাস থাকার নিয়ম।

৭২. ‘________ ভাণ্ডারঘরে ধরা না পড়’  শূন্যস্থান পূরণ।

উত্তরঃ নসীরাম বাবুর।

৭৩. ‘তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না।’  কেন আপত্তি করবে না ?

উত্তরঃ লেখক তিন দিন উপবাস থেকে যদি ক্ষিদায় জ্বালায় চুরি না করে তবে বিড়ালের মার খেতে আপত্তি নেই।

৭৪. ‘এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা’  কোনগুলো নীতিবিরুদ্ধ কথা ?

উত্তরঃ তিন দিন উপবাস করে বিচার করা এই সব নীতিবিরুদ্ধ কথা।

৭৫. লেখক বিড়ালকে কিসে মন দিতে বলেছিলেন ?

উত্তরঃ ধর্মাচারণে মন দিতে বলেছেন।

৭৬.  ‘তোমাকে আমি __________ দিতে পারি।’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ নিউমান ও পার্করের গ্রন্থ।

৭৭. আফিঙ্গের অসীম মহিমা বুঝতে লেখক বিড়ালকে কী পড়ার পরামর্শ দিয়েছেন ?

উত্তরঃ কমলাকান্তের দপ্তর।

৭৮ ‘_______ আফিঙ্গ দিব’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ সরিষাভোগ।

৭৯. ‘ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল !’ কেন কমলাকান্তের আনন্দ হল ?

উত্তরঃ পোষ্য বিড়ালটিকে সৎ/ধর্মের/নৈতিকতার পথে আনার জন্য।

আরও পড়- বিড়াল প্রবন্ধের প্রথম পর্বের প্রশ্ন উত্তর, Click Here

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment