বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর MCQ: Bishal Danawala Question Answer MCQ

এবারে প্রথমবার একাদশে সেমিস্টার পদ্ধতিতে MCQ ধরনের পরীক্ষা হবে। তথ্যগত না বোধ পরীক্ষণ মূলক প্রশ্ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা সংসদ থেকে দেওয়া হয়নি। আবার, যেহেতু বিগত বছরের প্রশ্নপত্রও হাতে নেই তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে যত বেশি জানা যায় ততই ভালো। সেটা মাথায় রেখেই আমাদের প্রশ্ন-উত্তর পর্ব কেবলমাত্র MCQ ধরনের না রেখে তথ্য সমৃদ্ধ করে তোলার প্রয়াস করা হয়েছে। যাতে প্রশ্ন-উত্তরগুলো মন দিয়ে পড়লে যে জ্ঞান অর্জিত হবে তার মাধ্যমে যে কোন প্রশ্নের সমাধান করা যায়। আশা করা যায়, আমাদের সঙ্গে প্রস্তুতি নিলে পরিশ্রম বিফলে যাবে না, বরং খুব ভালো ফল হবে।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (জন্ম: ৬ মার্চ, ১৯২৭ – মৃত্যু: ১৭ এপ্রিল, ২০১৪ ), গাবো নামেও তিনি পরিচিত ছিলেন। একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার একশ বছর বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। পাঠ্য ছোটগল্পটি ‘এই শহরে কোন চোর নেই’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। স্প্যানিশ ভাষায় মূল গল্পটির নাম ছিল, Un Senor muy viejo con unas alas enormes (A Very Old Man with Enormous Wings); বাংলায় অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১. বৃষ্টির কত নম্বর দিনে পেলাইও কাঁকড়া মেরেছিল ?

উত্তরঃ তৃতীয় দিনে।

২. পেলাইও কোথায় কাঁকড়াগুলোকে ফেলে দিয়েছিল ?

উত্তরঃ সমুদ্রে।

৩. পেলাইও কেন কাঁকড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়েছিল ?

উত্তরঃ কাঁকড়ার গন্ধে তাদের নবজাতক শিশুর জ্বর হয়েছে, এমনটা ভেবে সে কাঁকড়াগুলোকে ফেলে দেয়।

৪. ‘____________ থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে।’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ মঙ্গলবার।

৫. ‘সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ____________ ।’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ ছাই-ধূসর বস্তু।

৬. ‘পেলাইও কোথায় ডানাওয়ালা বুড়োকে প্রথম দেখতে পায় ?

উত্তরঃ উঠোনের পেছন কোণে ?

৭. বেলাভূমির বালি কেমন ছিল ?

উত্তরঃ কাদা ও খোলকমাছগুলোর স্তূপে ভরতি।

৮. ‘সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে’ কে, কী দেখে আঁতকে উঠে ?

উত্তরঃ পেলাইও ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো দেখে আঁতকে উঠে।

৯. ‘পেলাইও ছুটে গেল ___________ কাছে।’

উত্তরঃ এলিসেন্দার। ইনি পেলাইও এর স্ত্রী।

১০. এলিসেন্দা তার বাচ্চার কপালে কী দিয়েছিল ?

উত্তরঃ জলপট্টি।

১১. ‘পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পিছন কোণায়’ কেন ? কাকে, কী দেখাতে নিয়ে গেল ?

উত্তরঃ পেলাইও তার স্ত্রীকে ডানাওয়ালা বুড়োকে দেখাতে নিয়ে গেল।

১২. বুড়োর পরণে কী ছিল ?

উত্তরঃ ন্যাকড়াকুড়ুনির পোশাক।

১৩. পেলাইও বুড়োকে কী ভেবেছিল ?

উত্তরঃ ভিনদেশি ডুবে যাওয়া জাহাজের নাবিক।

১৪. বুড়োকে নাবিক কেন ভেবেছিল পেলাইও ?

উত্তরঃ বুড়োর খালাশিদের মতো গলা ফাটা আওয়াজ শুনে।

১৫. ‘তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল ? কারা, কী দেখে হতভম্ব হল ?

উত্তরঃ পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দা ডানাওয়ালা বুড়োকে দেখে হতভম্ব হয়েছিল।

আরও পড়- সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর

১৬. ‘ফোগলা’ অর্থ কী ?

উত্তরঃ ফোগলা শব্দের সঠিক বানান ফোকলা, যার অর্থ দাঁতবিহীন মুখ।

১৭. ‘ওরা একটা মস্ত ভুল করেছে’ কারা, কী ভুল করেছে ?

উত্তরঃ পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দা ডানাওয়ালা বুড়োকে কোনো আঘাত বা বন্দি করেনি। এক প্রতিবেশিনীর মতে ওই বুড়ো দেবদূত এবং তাদের বাচ্চাকে নিতে এসেছে। তাই তারা বুড়োকে ‘আক্রমণ’ না করে ভুল করেছে বলে প্রতিবেশীটি মনে করে।

১৮. ‘এ যে এক দেবদূত’ কে বলেছে ?

উত্তরঃ পেলাইওদের এক প্রতিবেশিনী এই কথা বলে।

১৯. ‘পরের দিনই সবাই জেনে গেল’ কী জেনে গেল ?

উত্তরঃ পেলাইওদের বাড়িতে এক ডানাওয়ালা বুড়ো এসেছে এই খবর পাড়ার সবাই জেনে গেছে।

২০. ‘মুগুর’ কী ?

উত্তরঃ এক ধরনের গদা। কাঠের বা লোহার তৈরি মোটা লাঠির মতো। সাধারণত ব্যায়াম করতে ব্যবহৃত হয়। মুগুর দিয়ে ব্যায়াম করে যে শরীর তৈরি হয় তাকে ‘মুগুর ভাজা’ শরীর বলে। কিন্তু প্রয়োজনে কাউকে মারাও যায়। ভিডিও দেখতে- Click Here

২১. ডানাওয়ালা বুড়োকে পেলাইও কোথায় বন্দী করে রেখেছিল ?

উত্তরঃ মুরগির খাঁচায়।

২২. ‘ওরা একটু দরাজদিল হয়ে উঠল।’ ‘দরাজদিল’ মানে কী ? কারা, কেন দরাজদিল হল ?

উত্তরঃ খোলামেলা, মুক্ত মন বা উদার মন। পেলাইও এবং তার স্ত্রী যখন দেখল তাদের শিশুর জ্বর সেরে গেছে তখন তারা বুড়োর প্রতি দরাজদিল হল।

২৩. ‘ঠিক করলে যে’ কারা, কী ঠিক করল ?

উত্তরঃ পেলাইও এবং এলিসেন্দা বুড়োকে তিনদিন জল-খাবার খাইয়ে সুস্থ করে ভেলায় বারদরিয়ায় ভাসিয়ে দিবে।

২৪. ‘ওরা দেখতে পেলে’ কী দেখতে পেলো ?

উত্তরঃ পুরো পাড়ার লোক ডানাওয়ালা বুড়োকে দেখতে মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে।

২৫. পেলাইও এর প্রতিবেশীরা বুড়োর সঙ্গে কেমন ব্যবহার করেছিল ?

উত্তরঃ রঙ্গতামাশা করেছে, কোনো শ্রদ্ধা দেখায়নি, ছুড়ে ছুড়ে খাবার দিয়েছে। সার্কাসের জন্তুর মতো ভেবেছিল।

২৬. ‘গোনসাগা’ কে ছিলেন ?

উত্তরঃ স্থানীয় পাদরি ( পাদরিঃ খ্রীষ্টান ধর্মযাজক )

২৭. ‘নানারকম জল্পনা-কল্পনা করতে শুরু করে দিয়েছে’ কে, কী জল্পনা করেছে ?

উত্তরঃ

  • সবচেয়ে সরল লোকটা- ডানাওয়ালা বুড়োকে জগতের পুরপিতা নাম দেওয়া হোক।
  • কঠিন হৃদয়ের লোক- সেনাপতি করা হোক।
  • দূরদর্শী লোক- পৃথিবীতে ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া হোক।

‘২৮. ‘তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে’ বা ‘সব যুদ্ধবিগ্রহই জিতিয়ে দিতে পারে’ কারা ?

উত্তরঃ ডানাওয়ালা জাতি।

২৯. গোনসাগা, যাজক হওয়ার আগে কী ছিলেন ?

উত্তরঃ হট্টাকট্টা কাঠুরে।

৩০. ‘তাকে __________ সুপ্রভাত জানালেন।’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ লাতিনে। (লাতিন একটা ভাষা)

আরও পড়ুন- Olympic Games History: অলিম্পিক গেমসের ইতিহাস ও তার ৩ হাজার বছরের জীবনচক্রের সংক্ষিপ্ত পরিচয়

আরও পড়- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর, PART 2

আরও পড়ুন- পৃথিবীর উৎপত্তি ও ভূঅভ্যন্তর প্রশ্ন উত্তর MCQ, একাদশ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায়

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment