উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার জানিয়েছিলেন আগামী মঙ্গল-বুধবারের মধ্যে কলেজ ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে মঙ্গলবার প্রেস বিবৃতিতে বুধবার বেলা ১টার সময় কেন্দ্রীয় ভাবে ভর্তির পোর্টাল উদ্বোধন করা হবে ঘোষণা করা হল। পোর্টাল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সপ্তাহ – দশ দিনের মধ্যেই কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু এবারে ১৩ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়, তারপর একমাস পেরিয়ে গেলেও এখনো কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি রাজ্যে। কবে কলেজের ভর্তি প্রক্রিয়া এবং পঠন – পাঠন শুরু হবে তা নিয়ে রাজ্যের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও উগ্বিগ্নে ছিলেন। অনেক সংবাদপত্রের দাবি, রাজ্য সরকারের স্নাতক স্তরের ভর্তির এই অনিশ্চয়তার কারণে অনেক পড়ুয়া পড়াশোনার উদ্দেশ্যে ভিন রাজ্যে পারি জমাচ্ছেন। তাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার জানিয়েছিলেন, কলেজ ভর্তি প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার চূড়ান্ত কথাবার্তা হয়েছে এবং খুব তাড়াতাড়ি কলেজ ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করা হবে। সেই অনুযায়ী বুধবার পোর্টালের সূচনা করা হচ্ছে।
সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু হলেও এখনই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। গোটা ব্যবস্থাটা প্রথম কিছু দিন ‘ ট্রায়াল ‘ ফ্রেজে থাকবে। এই অবস্থায় ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ এবং কোর্সগুলো দেখতে পারবেন। তারপর সব ঠিক থাকলে আবেদন প্রক্রিয়াও চালু করা হবে।
প্রসঙ্গত, প্রথমবারের জন্য এবারে রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের (Centralised Admission Portal) মাধ্যমে ভর্তি নেওয়া হবে। পূর্বে কলেজে ভর্তির জন্য প্রত্যেক কলেজে আলাদা আলাদা করে অনলাইনে আবেদনপত্র জমা করতে হতো। কিন্তু এবারের নতুন ব্যবস্থায় কলেজে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের বিভিন্ন কলেজে আর আবেদন করতে হবে না। একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজে যেকোনো বিষয়ে আবেদন করা যাবে। এই নতুন ব্যবস্থায় পড়ুয়াদের হয়রানি এবং আবেদন ফি বাবদ ব্যয় কমবে বলে মনে করা হচ্ছে।
ফল প্রকাশের পর এতদিন হয়ে গেলেও কেন এখনো ভর্তি প্রক্রিয়া শুরু করা গেল না, এই নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, এবার উচ্চ মাধ্যমিক পাশ করছেন প্রায় ৭ লক্ষ পড়ুয়া। অন্যদিকে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষয় ১ লক্ষ ১৩ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। রাজ্যের ৫১৩টি কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে এবং একজন প্রার্থী ২৫টি বিষয়ের কম্বিনেশনে আবেদন জানাতে পারবেন। এই বিপুল পরিমাণে আবেদনকারীর তথ্য ঠিকমতো প্রসেস করতে বিরাট বড় টেকনিক্যাল পরিকাঠামোর প্রয়োজন। পোর্টালের পরিকাঠামোতে যদি কোন গলদ থাকে তাহলে গোটা ব্যবস্থাটাই একেবারে ভেঙে পড়বে। তাই সরকার ধীরে এগোতে চাইছে, যাতে একবার ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেলে কোনরকম গন্ডগোল না হয়। এবারে প্রথমবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় পোর্টালের সূচনা করা হবে, একবার শুরু হয়ে গেলে পরবর্তীতে আর কোন অসুবিধা হবে না বলে তিনি জানান। তাই তিনি পড়ুয়া এবং অভিভাবকদের অহেতু দুশ্চিন্তাগ্রস্ত হতে বারণ করেছেন।
কলেজ ভর্তির পোর্টাল লিঙ্ক | Click Here |