CTET 2024 Notification Out: CTET পরীক্ষার দিন ঘোষণা করল CBSE

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জুলাই মাসের CTET পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৭ জুলাই ২০২৪ সারা দেশে CTET পরীক্ষা নেওয়া হবে। CTET এর জন্য আবেদন নেওয়া শুরু হবে ৭ মার্চ এবং আবেদনের শেষ তারিখ ২ এপ্রিল ২০২৪ । CTET পরীক্ষা সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল-

CTET Notification 2024: CTET বিজ্ঞপ্তি প্রকাশিত হল

বিজ্ঞপ্তি প্রকাশ৭ মার্চ ২০২৪
আবেদনের সময় সীমা৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত
পরীক্ষা সূচীপেপার-১ : দুপুর ২টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
পেপার-২ : সকাল ৯:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত
পরীক্ষার সময়কাল২ ঘণ্টা ৩০ মিনিট

CTET Eligibility Criteria: CTET পরীক্ষায় বসার শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত প্রার্থীরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চান, তাঁদের ক্ষেত্রে–

  • ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ সিনিয়র মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা (2 বছর মেয়াদী) এর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ বা অ্যাপিয়ার হওয়া। বা
  • সিনিয়র সেকেন্ডারি ন্যূনতম 45 শতাংশ নম্বর অর্জন করে এবং প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা (2 বছর মেয়াদী) এর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ বা অ্যাপিয়ার হওয়া। বা
  • ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ সিনিয়র মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার স্নাতক (4 বছর মেয়াদী) এর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ বা অ্যাপিয়ার হওয়া। বা
  • ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ সিনিয়র মাধ্যমিক এবং ডিপ্লোমা ইন এডুকেশন (2 বছর মেয়াদী) এর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ বা অ্যাপিয়ার হওয়া। বা
  • বিএড ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি।

যে সমস্ত প্রার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে চান, তাঁদের ক্ষেত্রে–

  • স্নাতক ডিগ্রী এবং প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা (2 বছর মেয়াদী) এর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অ্যাপিয়ার হচ্ছে। বা
  • 50 শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি এবং বিএডের চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অ্যাপিয়ার হয়েছে। বা
  • 40 শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রী এবং NCTE প্রবিধান অনুসারে বিএডের চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অ্যাপিয়ার হয়েছে। বা
  • ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি এবং 4 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষার স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অ্যাপিয়ার হয়েছে। বা
  • 50 শতাংশ নম্বর সহ সিনিয়র সেকেন্ডারি এবং BAEd/B.Sc.Ed বা BA/B.Sc.Ed-এর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ বা অ্যাপিয়ার। বা
  • 50 শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রী এবং 1 বছরের মেয়াদী বিএড প্রোগ্রামে উত্তীর্ণ বা অ্যাপিয়ার হয়েছেন।

CTET আবেদন ফি

শ্রেণীপেপার- ১ বা ২উভয় পেপার
জেনেরাল/OBC ১০০০ ১২০০
SC/ST, Diff. Abled Person ৫০০ ৬০০

CTET Official Notification 2024 PDF: CTET অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক

বিজ্ঞপ্তির PDFOfficial Notification
অনলাইন আবেদন লিংকApply Online
ওফিসিয়াল ওয়েবসাইটhttps://ctet.nic.in

CTET পাশ করে কী হবে ?

যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষকতার পেশাকে জীবনের স্বপ্ন বলে মনে করেন তাদের জন্য CTET উত্তীর্ণ হওয়া অপরিহার্য। কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পেতে হলে CTET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। CTET সার্টিফিকেটের মেয়াদ লাইফটাইম। কেন্দ্রীয় বিদ্যালায়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে CTET উত্তীর্ণরা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন।

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment