ভারতীয় সুরক্ষা বিভাগের সঙ্গে কাজের সুযোগ দিচ্ছে DRDO (Defence Research &
Development Organisation) । দেশের এই নিরাপত্তা-গবেষণা সংস্থার অধীনস্থ দিল্লির Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) এ এই নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস পদে ২০২৪-২০২৫ ফাইনান্সিয়াল ইয়ারের জন্য এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩৮টি। কোন কোন বিভাগে এই নিয়োগ, কারা আবেদন করতে পারবেন, নিয়োগ পদ্ধতি কী ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতা | শূন্যপদ |
---|---|
ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং | ৩ |
ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং | ১ |
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | ১ |
মেডিকেল ল্যাবরেটরি প্রযুক্তিতে ডিপ্লোমা | ৪ |
ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস (ইংরেজি এবং হিন্দি)/অফিস ম্যানেজমেন্ট | ১১ |
L.I.Sc তে ডিপ্লোমা। (গ্রন্থাগার বিজ্ঞান) | ১ |
মোট | ২১ |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতা | শূন্যপদ |
B.Sc. (জীববিদ্যা/রসায়ন/পদার্থবিদ্যা/গণিত) | ১৪ |
বি ফার্মা | ২ |
BLISC. (গ্রন্থাগার বিজ্ঞান) | ১ |
মোট | ১৭ |
স্টাইপেন্ড
যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ পাবেন তাদের ৮০০০ এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ৯০০০ টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন মাধ্যম
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের বেলায় বিজ্ঞপ্তি উল্লেখিত পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। অপরদিকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। আবেদন লিঙ্ক এবং ইমেল আইডি প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের একাডেমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। যারা এই নিয়োগের জন্য নির্বাচিত হবেন তাদের সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৫ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১৫ মে ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের আবেদন পাঠানোর ইমেল আইডি | hrd.inmas@gov.in |