পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত উন্নয়ন দফতরের তরফে কিছুদিন আগেই ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরে ৬৬৫২ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই প্রতিবেদন আমাদের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছিল। বর্তমান চাকরির বাজারের চরম খরার দিনে এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। এই প্রতিবেদনে বিভিন্ন পদের জন্য আবশ্যক শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। যাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই প্রতিবেদনের মাধ্যমে উপযুক্ত তথ্য পেয়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন।
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত: Eligibility Criteria
আবশ্যিক যোগ্যতাঃ
- প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যায় থেকে স্নাতক ডিগ্রী
- State Government or Central Government of State Council or Technical Education of All India Council of Technical Education দ্বারা অনুমোদিত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিক্যাশনের উপর ডিপ্লোমা ডিগ্রী
কাম্য যোগ্যতাঃ
- স্বীকৃত সংস্থা বা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজে বা গ্রামান্নয়নের উপর স্নাতকোত্তর ডিগ্রী বা ডিপ্লোমা
- সামাজিক কাজে বা গ্রামান্নয়নের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা
বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই পদে ₹২৮৯০০ টাকা থেকে ₹৭৪৫০০ টাকা বেতন দেওয়া হবে।
পরীক্ষার ধরন এবং সিলেবাস
মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ
ইংলিশ | ২৫ |
বাংলা | ২৫ |
অংক | ২৫ |
সাধারণ জ্ঞান (Emphasis on Rural Life & Rural Development ) | ১০ |
গ্রাম পঞ্চায়েত কর্মীঃ Eligibility Criteria
আবশ্যিক যোগ্যতাঃ
- ভারতীয় নাগরিক হতে হবে
- স্বীকৃত শিক্ষালয় থেকে অষ্টম পাশ
বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।
পরীক্ষার ধরন এবং সিলেবাস
মোট ৫৮ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৪৩ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ
ইংলিশ | ১০ |
বাংলা | ১৩ |
অংক | ১০ |
সাধারণ জ্ঞান | ১০ |
বেতনঃ এই পদে নিযুক্ত কর্মীদের ₹১৭০০০ থেকে ₹৪৩৬০০ টাকা বেতন দেওয়া হবে।
নির্মাণ সহায়কঃ Eligibility Criteria
আবশ্যিক যোগ্যতাঃ
- ভারতীয় নাগরিক হতে হবে
- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন
বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।
পরীক্ষার ধরন এবং সিলেবাস
মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ
সিভিল ইঞ্জিয়ারিং | ৬৫ |
ইংলিশ | ১৩ |
সাধারণ জ্ঞান | ৭ |
বেতন
এই পদে ₹২৮৯০০ টাকা থেকে ₹৭৪৫০০ টাকা বেতন দেওয়া হবে।
গ্রাম পঞ্চায়েত সহায়ক
আবশ্যিক যোগ্যতাঃ
- ভারতীয় নাগরিক হতে হবে
- মাধ্যমিক পাশ বা সমতূল্য
বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।
পরীক্ষার ধরন এবং সিলেবাস
মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ
ইংলিশ | ২৫ |
বাংলা | ২৫ |
অংক | ২৫ |
সাধারণ জ্ঞান | ১০ |
বেতন
এই পদে নিযুক্তরা ₹২১০০০ থেকে ₹৫৪০০০ টাকা বেতন পাবেন।