চলতি শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি শুরু হবে এবং চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘোষণা করলেন পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি শুক্রবার গত মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ করা হয়। যে সমস্ত পড়ুয়া স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করেছে তারা অনলাইনে ফলাফল দেখতে পারবে। কোন কোন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে তার তালিকা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে। ওয়েবসাইটের তালিকা এবং আগামী মাধ্যমিক পরীক্ষার সূচী নিচে দেওয়া হল।
স্কুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশের পর সভাপতি জানান, ১২ হাজারের বেশি খাতায় ত্রুটি ধরা পড়েছে। সর্বোচ্চ ২২ নম্বর পর্যন্ত অনেক পরীক্ষার্থীর নম্বর বৃদ্ধি পেয়েছে। মেধা তালিকায় থাকা প্রথম দশের মধ্যে চারজন পড়ুয়ার নাম পরিবর্তন হয়েছে। পর্ষদ সূত্রে খবর, গত মাধ্যমিক পরীক্ষায় রিভিউয়ের জন্য ৩,৫০৮ জন, স্ক্রুটিনির জন্য ৪১,৭৮১ জন আবেদন জানিয়েছিল। ১৪,২২৯টি খাতা পুনরায় দেখার পর ১,২৩৮টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। স্ক্রুটিনির ক্ষেত্রে ১.৩৩,২২৯টি খাতা দেখার পর ১২,৪৬৮ জনের নম্বরে অসঙ্গতি ধরা পড়েছে।
২০২৫ সালের মাধ্যমিক সূচী
প্রথম ভাষা | ১০ ফেব্রুয়ারি |
দ্বিতীয় ভাষা | ১১ ফেব্রুয়ারি |
অঙ্ক | ১৫ ফেব্রুয়ারি |
ইতিহাস | ১৭ ফেব্রুয়ারি |
ভূগোল | ১৮ ফেব্রুয়ারি |
জীবনবিজ্ঞান | ১৯ ফেব্রুয়ারি |
ভৌতবিজ্ঞান | ২০ ফেব্রুয়ারি |
ঐচ্ছিক বিষয় | ২২ ফেব্রুয়ারি |