ভারতীয় মার্চেন্ট নেভিতে কাজের খবর। ৪ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় মার্চেন্ট নেভি। যে সমস্ত ছেলেমেয়ে সমুদ্রে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য চাকরি পাওয়ার দারুণ সুযোগ। বিভিন্ন পদ যেমন কুক, নাবিক, ইলেক্ট্রিশিয়ান, মেস বয় ইত্যাদি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে, চলবে পুরো এপ্রিল মাস পর্যন্ত। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।
*** শুধুমাত্র ছেলেদের জন্য এই শূন্যপদ। মেয়েদের এই পদে নিয়োগ করা হবে না।
বেতন
পদের নাম
শুরুতে বেতন(হাজারে)
কুক
৪০০০০ থেকে ৬০০০০
মেস বয়
১৮০০০ থেকে ৩৬০০০
ওয়েল্ডার / হেলপার
৫০০০০ থেকে ৮৫০০০
ইলেকট্রিশিয়ান
৬০০০০ থেকে ৯০০০০
নাবিক
৩৮০০০ থেকে ৫৫০০০
ইঞ্জিন রেটিং
৪০০০০ থেকে ৬০০০০
ডেক রেটিং
৫০০০০ থেকে ৮৫০০০
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম
বয়স(বছর)
শিক্ষাগত যোগ্যতা
কুক
১৭.৫ থেকে ২৭
মাধ্যমিক পাস
মেস বয়
১৭.৫ থেকে ২৭
মাধ্যমিক পাস
ওয়েল্ডার / হেলপার
১৭.৫ থেকে ২৭
মাধ্যমিক পাস + ITI
ইলেকট্রিশিয়ান
১৭.৫ থেকে ২৭
মাধ্যমিক পাস + ITI ইলেক্ট্রিশিয়ান
নাবিক
১৭.৫ থেকে ২৫ বছর
মাধ্যমিক পাস
ইঞ্জিন রেটিং
১৭.৫ থেকে ২৫ বছর
মাধ্যমিক পাস
ডেক রেটিং
১৭.৫ থেকে ২৫ বছর
উচ্চমাধ্যমিক পাস
*** এবারে যারা উচ্চমাধ্যমিক দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদন মাধ্যম ও ফি
শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য কোনো ভাবে আবেদন জমা নেওয়া হবে না। প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি আবেদন করা যাবে।
আবেদন ফি বাবদ ₹ ১০০ টাকা পেমেন্ট করতে হবে।
নিয়োগ পদ্ধতি
কয়েকটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। ধাপগুলি নিচে দেওয়া হল-
প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের গোরখপুর SMA রেজিস্টার অফিসে গার্ডিয়ানের সঙ্গে কাউন্সিলিং পর্বে বসতে হবে। এরপর SMA রেজিস্ট্রেশন হবে। সময় ও তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
এই দুই ধাপ মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা হবে।