NBCC ফ্রেশারদের চাকরি দিচ্ছে, বিভিন্ন বিষয়ে স্নাতক (BA পাস) হলেই করা যাবে আবেদন, NBCC Recruitment 2024 Notification for Manager, Trainee, Assistant

NBCC (National Buildings Construction Corporation Ltd) তে কাজের খবর। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বিভিন্ন পদে চাকরিতে লোক নেওয়ার কথা বলা হয়। ম্যানেজমেন্ট ট্রেইনি, জুনিয়র ইঞ্জিনিয়ার-সিভিল ও ইলেক্ট্রিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি এই প্রতিবেদনে তুলে ধরা হল।

পদের নাম ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
ম্যানেজমেন্ট ট্রেইনি
ইঞ্জিনিয়ার- সিভিল৩০
ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল১০
মোট৪৪

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়স
ম্যানেজমেন্ট ট্রেইনি৫০ শতাংশ নাম্বার নিয়ে Law তে ব্যাচেলর ডিগ্রি বা ৫ বছরের ইন্টিগ্রেটেড LLB ডিগ্রিঅনূর্ধ্ব ২৯
ইঞ্জিনিয়ার- সিভিল৬০ শতাংশ নাম্বার নিয়ে ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিঅনূর্ধ্ব ২৮
ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল৬০ শতাংশ নাম্বার নিয়ে ৩ বছরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিঅনূর্ধ্ব ২৮

বেতন

পদের নামবেতন
ম্যানেজমেন্ট ট্রেইনি৪০০০০-১৪০০০
ইঞ্জিনিয়ার- সিভিল২৭২৭০
ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল২৭২৭০

আবেদন পদ্ধতি ও ফি

বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। পদ অনুযায়ী আলাদা আলাদা আবেদন ফি ধার্য করা হয়েছে, নিচের তালিকায় দেওয়া রইল-

পদের নামফি
ম্যানেজমেন্ট ট্রেইনি৫০০
ইঞ্জিনিয়ার- সিভিল/ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল১০০০
*** তবে সংরক্ষিত প্রার্থীদের (SC/ST) আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া

ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনে Computer Based Test (CBT) ও Personal Interview নেওয়া হবে। অপরদিকে ইঞ্জিনিয়ার- সিভিল/ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল পদের বেলায় শুধু Computer Based Test (CBT) নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু৮ এপ্রিল ২০২৪
আবেদন শেষ৭ মে ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment