NBCC (National Buildings Construction Corporation Ltd) তে কাজের খবর। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বিভিন্ন পদে চাকরিতে লোক নেওয়ার কথা বলা হয়। ম্যানেজমেন্ট ট্রেইনি, জুনিয়র ইঞ্জিনিয়ার-সিভিল ও ইলেক্ট্রিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি এই প্রতিবেদনে তুলে ধরা হল।
৫০ শতাংশ নাম্বার নিয়ে Law তে ব্যাচেলর ডিগ্রি বা ৫ বছরের ইন্টিগ্রেটেড LLB ডিগ্রি
অনূর্ধ্ব ২৯
ইঞ্জিনিয়ার- সিভিল
৬০ শতাংশ নাম্বার নিয়ে ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি
অনূর্ধ্ব ২৮
ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল
৬০ শতাংশ নাম্বার নিয়ে ৩ বছরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি
অনূর্ধ্ব ২৮
বেতন
পদের নাম
বেতন
ম্যানেজমেন্ট ট্রেইনি
৪০০০০-১৪০০০
ইঞ্জিনিয়ার- সিভিল
২৭২৭০
ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল
২৭২৭০
আবেদন পদ্ধতি ও ফি
বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। পদ অনুযায়ী আলাদা আলাদা আবেদন ফি ধার্য করা হয়েছে, নিচের তালিকায় দেওয়া রইল-
পদের নাম
ফি
ম্যানেজমেন্ট ট্রেইনি
৫০০
ইঞ্জিনিয়ার- সিভিল/ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল
১০০০
*** তবে সংরক্ষিত প্রার্থীদের (SC/ST) আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া
ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনে Computer Based Test (CBT) ও Personal Interview নেওয়া হবে। অপরদিকে ইঞ্জিনিয়ার- সিভিল/ইঞ্জিনিয়ার- ইলেক্ট্রিক্যাল পদের বেলায় শুধু Computer Based Test (CBT) নেওয়া হবে।