RITES নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, শূন্যপদ, যোগ্যতা দেখে নিন, RITES Limited Assistant Manager Recruitment 2024

রেল ইন্ডিয়া টেকনিক্যাল ইকোনমিক সার্ভিস লিমিটেডে (RITES) কর্মখালি। এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে মোট ৭২টি শূন্যপদে কর্মী নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে তবে প্রয়োজন অনুযায়ী চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে। বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই নিয়োগ করা হবে। কারা এই চাকরির জন্য যোগ্য, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদের নাম, শূন্যপদ ও বেতন

পদের নামশূন্যপদবেতন
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল/মেটালার্জি)৩৪২৩,৩৪০/- টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)২৮২৩,৩৪০/- টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল)২৩,৩৪০/- টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (IT/CS)২৩,৩৪০/- টাকা
মোট৭২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

পদের নামশিক্ষাযোগ্যতাসর্বোচ্চ বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল/মেটালার্জি)মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / প্রযুক্তি বা সম্পর্কিত ক্ষেত্রগুলিতে পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি৪০ বছর
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ণকালীন ব্যাচেলর ডিগ্রি৪০ বছর
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল)সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণকালীন স্নাতক ডিগ্রি৪০ বছর
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি/সিএস)কম্পিউটার টেকনোলজি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি৪০ বছর

আবেদন পদ্ধতি ও ফি

এই চাকরির জন্য ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষার weightage থাকবে ৬০% এবং ইন্টারভিউয়ের weightage রয়েছে ৪০% । উভয় পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও স্থান

লিখিত পরীক্ষা আগামী ২৮ এপ্রিল ২০২৪ তারিখে Delhi/Gurgaon এ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু৮ এপ্রিল ২০২৪
আবেদন শেষ২২ মে ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment