উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এম.এসসি. প্রোগ্রামের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব শিক্ষার্থী কৃষি, উদ্যানপালন বা বনবিদ্যায় উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী, তারা অনলাইনে বিভিন্ন কোর্সের জন্য আবেদন করতে পারবেন। নিচে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, কোর্সের নাম, আসন সংখ্যা, ফি ইত্যাদি সম্পর্কে বিশদে দেওয়া হল।
কোর্সের তলিকা: UBKU Courses list
কৃষি (Agriculture):
- কৃষি অর্থনীতি (Agricultural Economics)
- কীটতত্ত্ব (Entomology)
- কৃষি সম্প্রসারণ শিক্ষা (Agricultural Extension Education)
- কৃষি পরিসংখ্যান (Agricultural Statistics)
- শস্যবিজ্ঞান (Agronomy)
- জৈব রসায়ন (Bio-Chemistry)
- জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন (Genetics & Plant Breeding)
- উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology)
- বীজ বিজ্ঞান ও প্রযুক্তি (Seed Science & Technology)
- মৃত্তিকা বিজ্ঞান (Soil Science)
উদ্যানপালন (Horticulture):
- ফুলচাষ ও ল্যান্ডস্কেপিং (Floriculture and Landscaping)
- ফল বিজ্ঞান (Fruit Science)
- চাষ, মশলা, ঔষধি ও সুগন্ধি ফসল (Plantation, Spices, Medicinal and Aromatic Crops)
- সংগ্রহোত্তর ব্যবস্থাপনা (Postharvest Management)
- সবজি বিজ্ঞান (Vegetable Science)
বনবিদ্যা (Forestry)
আরও পড়ুন- মিশরের পিরামিড রহস্য ফাঁস ! পিরামিড সম্পর্কে অজানা তথ্য ভাণ্ডার
বিভাগ অনুযায়ী আসন সংখ্যা (Seats):
বিভাগ | মোট আসন সংখ্যা | ICAR প্রার্থীদের জন্য আসন | বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য আসন |
---|---|---|---|
শস্যবিজ্ঞান (Agronomy) | ১০টি | ৩টি | ৭টি |
কৃষি অর্থনীতি (Agricultural Economics) | ৬টি | ২টি | ৪টি |
কীটতত্ত্ব (Entomology) | ৬টি | ২টি | ৪টি |
কৃষি সম্প্রসারণ শিক্ষা (Agricultural Extension Education) | ৬টি | ২টি | ৪টি |
কৃষি পরিসংখ্যান (Agricultural Statistics) | ৫টি | ১টি | ৪টি |
জৈব রসায়ন (Biochemistry) | ৬টি | ২টি | ৪টি |
জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন (Genetics and Plant Breeding) | ১০টি | ৩টি | ৭টি |
উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) | ৮টি | ৩টি | ৫টি |
বীজ বিজ্ঞান ও প্রযুক্তি (Seed Science and Technology) | ৬টি | ২টি | ৪টি |
মৃত্তিকা বিজ্ঞান (Soil Science) | ৮টি | ৩টি | ৫টি |
ফুলচাষ ও ল্যান্ডস্কেপিং (Floriculture and Landscaping) | ৮টি | ২টি | ৬টি |
ফল বিজ্ঞান (Fruit Science) | ৮টি | ২টি | ৬টি |
চাষ, মশলা, ঔষধি ও সুগন্ধি ফসল (Plantation, Spices, Medicinal and Aromatic Crops) | ৮টি | ২টি | ৬টি |
সংগ্রহোত্তর ব্যবস্থাপনা (Postharvest Management) | ৬টি | ২টি | ৪টি |
সবজি বিজ্ঞান (Vegetable Science) | ৬টি | ২টি | ৪টি |
বনবিদ্যা (Forestry) | ৮টি | ২টি | ৬টি |
শিক্ষাগত যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, উদ্যানপালন বা বনবিদ্যায় চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর বা সমমানের OGPA থাকতে হবে, এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ন্যূনতম ৫৫% নম্বর প্রয়োজন।
- বয়সের প্রয়োজনীয়তা: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রার্থীদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
- অতিরিক্ত শর্ত: যারা বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তাদের ডিগ্রিগুলি ICAR দ্বারা স্বীকৃত হতে হবে। তা না হলে তারা ভর্তির জন্য যোগ্য হবেন না।
নির্বাচনী প্রক্রিয়া:
ভর্তি মেধার ভিত্তিতে হবে। উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং প্রবেশিকা পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। প্রবেশিকা পরীক্ষায় ৭০টি MCQ ধরনের প্রশ্ন থাকবে এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে।
কিভাবে আবেদন করবেন:
প্রার্থীদের UBKV-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.ubkv.ac.in) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নির্দিষ্ট ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি:
ক্যাটাগরি | প্রথম বিভাগে ফি | অতিরিক্ত প্রতিটি বিভাগে ফি |
---|---|---|
সাধারণ/ওবিসি ক্যাটাগরি | ₹১৫০০ | ₹২০০ |
এসসি/এসটি ক্যাটাগরি | ₹৭৫০ | ₹২০০ |
প্রতিবন্ধী প্রার্থীরা | ছাড় | ছাড় |
গুরুত্বপূর্ণ তারিখ:
ইভেন্ট | তারিখ |
---|---|
আবেদন শুরু | ২৩ আগস্ট, ২০২৪ |
আবেদন শেষ | ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ | ১০ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রবেশিকা পরীক্ষা | পরে জানানো হবে |
মেধা তালিকা প্রকাশ | পরে জানানো হবে |
কাউন্সেলিং ও ভর্তি | পরে জানানো হবে |
ক্লাস শুরু | পরে জানানো হবে |
প্রয়োজনীয় লিঙ্ক
বিষয় | বিস্তারিত |
---|---|
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আরও পড়ুন- পলিগ্রাফ টেস্ট কি ? মিথ্যা কথা বললেই ধরা পড়ে যাবেন ! মারাত্মক এই পরীক্ষা সম্পর্কে জেনে নিন ঝটপট
আরও পড়ুন- যোগ্যশ্রী প্রকল্প এর মাধ্যমে ফ্রিতে চাকরির ট্রেনিং দিবে সরকার
আরও পড়ুন- WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি তথ্য, In Depth Details