রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ উনিশটি পৌরসভাতে ১৯ জন স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন। প্রত্যেকটি মিউনিসিপালিটিতে একজন করে ইন্সপেক্টর নিয়োগ করা হবে। যাদের ‘স্যানিটারি ইন্সপেক্টরশিপ’ এ পড়াশোনা করা আছে তাদের জন্য চাকরির একটা বিরাট সুযোগ। শূন্যপদের সংখ্যা আপাত দৃষ্টিতে খুবই কম মনে হলেও ‘স্যানিটারি ইন্সপেক্টরশিপ’ বিষয়ে পড়াশোনা করা ছেলেমেয়ের সংখ্যাও কিন্তু তুলনামূলক অনেক কম।

কোন কোন মিউনিসিপালিটিতে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ধরন ও সিলেবাস ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোকপাত করা হল-

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে ‘স্যানিটারি ইন্সপেক্টরশিপ’ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
  • বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে। তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর জাতির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়া বিশেষভাবে সক্ষমরাও (PwBD) ৫ বছরের ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের সংরক্ষিত (SC/ST/OBC) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কোনও রকম ছাড় পাবেন না। তাদের জেনেরাল হিসাবে আবেদন করতে হবে।

কোথায় কত শূন্যপদ

মোট উনিশটি পৌরসভায় প্রত্যেকটিতে একজন করে ইন্সপেক্টর নেওয়া হবে। কোথায় কোন শ্রেণীর কর্মী নেওয়া হবে তার তালিকা নিচে দেওয়া হল-

(১) বাঁকুড়া পৌরসভা – অসংরক্ষিত (UR)

(২) ডায়মন্ড হারবার পৌরসভা – অসংরক্ষিত (UR)

(৩) দম দম পৌরসভা – অসংরক্ষিত (UR)

(৪) ইংরেজি বাজার পৌরসভা – তফসিলি (SC)

(৫) গারুলিয়া পৌরসভা – অসংরক্ষিত (UR)

(৬) হালিশহর পৌরসভা – অসংরক্ষিত (UR)

(৭) হুগলি চুনসুরা পৌরসভা – তফসিলি (SC)

(৮) জলপাইগুড়ি পৌরসভা – অসংরক্ষিত (UR)

(৯) খড়গপুর পৌরসভা – তফসিলি উপজাতি (ST)

(১০) মাল পৌরসভা – অসংরক্ষিত (UR)

(১১) নবদ্বীপ পৌরসভা – অসংরক্ষিত (UR)

(১২) রায়গঞ্জ পৌরসভা – অসংরক্ষিত (UR)

(১৩) রাজপুর-সোনারপুর পৌরসভা – তফসিলি (SC)

(১৪) রামপুরহাট পৌরসভা – অসংরক্ষিত (UR)

(১৫) শান্তিপুর পৌরসভা – তফসিলি (SC)

(১৬) শ্রীরামপুর পৌরসভা তফসিলি (SC)

(১৭) তমলুক (তাম্রলিপ্ত) পৌরসভা – অসংরক্ষিত (UR)

(১৮) উলুবেড়িয়া পৌরসভা – তফসিলি (SC)

(১৯) উত্তরপাড়া-কোটরং পৌরসভা – তফসিলি (SC)

বেতন

এই চাকরিতে নিযুক্তরা ২৮৯০০ থেকে ৭৪৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন, এর সঙ্গে অন্যান্য অ্যালাউয়্যান্স রয়েছে।

আবেদনের সময়সীমা ও ফি

২০ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৯ এপ্রিল ২০২৪ । কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি নেই শুধু প্রসেসিং ফি দিতে হবে। নিচে তালিকা দেওয়া হল-

ক্যাটাগরি আবেদন ফি প্রসেসিং ফি মোট
অসংরক্ষিত (UR)/OBC-A/B ১৫০ ৫০ ২০০
SC/ST/PwBD নেই ৫০ ৫০

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

আবেদনকারী চাকরিপ্রার্থীদের ২০০ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে। ১০০ প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান ২ নাম্বার। নেগেটিভ মার্ক রয়েছে, প্রতি ভুল উত্তরের জন্য ১ নাম্বার করে কাটা হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। বিজ্ঞপ্তিতে শুধু প্রশ্নের বিষয় বলা রয়েছে কিন্তু কোন বিষয়ে কত মার্ক থাকবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। জেনেরাল ক্যান্ডিডেটদের কোয়ালিফ্লায়িং মার্ক ৪৫ শতাংশ এবং তফসিলি ও তফসিলি উপজাতিদের জন্য ৩৫ শতাংশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৪০ নাম্বারের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং পার্সোনালিটি টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। বিষয়গুলি হল-

‘স্যানিটারি ইন্সপেক্টরশিপ’ কোর্সের বিষয়
ইংলিশ, জেনেরাল সাইন্স এবং অংক

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল ওয়েবসাইট Click Here
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment