পরীক্ষার ৬৯ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের উচ্চ মাধ্যমিকের ফল ৮ মে প্রকাশিত হবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ওই দিন দুপুর ১ টার সময় এবারের ফল ঘোষণা করা হবে। সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্রছাত্রীরা বেলা ৩ টার সময় অনলাইনে সংসদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে। তবে রেজাল্ট ঘোষণার দিনই পরীক্ষার্থীরা মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবে না। তার জন্য আরো দুই দিন অপেক্ষা করতে হবে। আগামী ১০মে থেকে রাজ্যজুড়ে সংসদের বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলিকে বিতরণ করা হবে।
প্রসঙ্গত, এবারে রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার বসেছে। পরীক্ষা শুরু হয়েছিল চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।
ইতিমধ্যে ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। এবারের মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। ২০২৩ সালে যা ছিল ৮৬.১৫ শতাংশ, বলা যায় এবারে পাসের হার সামান্য বেশি।
কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট ?
উচ্চ শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে এবং ডাউনলোড করতে পারবে। এছাড়াও অন্যান্য ওয়েবসাইটেও ফল দেখা যাবে। যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে তার তালিকা নিচে দেওয়া হল।