পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রত্যেক বছর রাজ্য স্তরের সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষায় রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও অফিসে আধিকারিক নিয়োগ করা হয়ে থাকে। সরকারি আমলা হওয়ার স্বপ্ন নিয়ে হাজার হাজার ছেলেমেয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। ছাত্রছাত্রীরা এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে যুক্ত হন। রাজ্যের অনেক কোচিং সেন্টার ডব্লিউবিসিএস পরীক্ষার কোচিং দিয়ে থাকে। এবার থেকে এই পরীক্ষার অনলাইনে প্রস্তুতি দিবে রামকৃষ্ণ মিশন। পরীক্ষার্থীরা বাড়িতে বসেই অনলাইনে এই কোর্সের মাধ্যমে প্রস্তুতি নিতে পারবেন। ছেলেমেয়ে উভয়ই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া পুরো এপ্রিল মাস পর্যন্ত চলবে। মে মাসেই ক্লাস শুরু হবে।
এই কোর্সের সুবিধা ও ফি
এই কোর্সে ভর্তি হলে ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে নানা ধরনের সুবিধা পাবেন। কোর্সটিতে পরীক্ষার বিভিন্ন ধাপ— প্রিলিমস, কম্পালসরি মেন এবং ইন্টারভিউ এই তিনটি ধাপের জন্যই পরীক্ষার্থীদের প্রস্তুতি দেওয়া হবে। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা অনলাইনে ‘ইন্টার্যাক্টিভ’ ক্লাসের যেমন সুবিধা রয়েছে তেমনি সরাসরি আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের কাছ থেকে স্পেশাল ক্লাসের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন এই কোর্সের পড়ুয়ারা। স্টাডি মেটিরিয়াল তো দেওয়া হবেই এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দু’বছরের জন্য ক্লাসের রেকর্ডের ভিডিও অ্যাকসেস এবং মক টেস্ট দিতে পারবেন পড়ুয়রা। এই অনলাইন কোর্সের ফি ১৫০০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন কীভাবে করবেন ?
সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।