পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) এ বছরের ANM (Auxiliary nursing midwifery) এবং GNM (General nursing midwifery) কোর্সে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু করল। পাশাপাশি কবে নাগাদ পরীক্ষা হবে সে দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ জুলাই এ বছরের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন(WBJEE) নেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। নার্সিং এ সুযোগ পেতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদনের সময়সীমা, পরীক্ষায় বিষয় ও সিলেবাস ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি এই প্রতিবেদনে তুলে ধরা হল।
রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজ বা ইন্সটিটিউশনে ANM/GNM ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়।
অফিসিয়াল ওয়েবসাইট
https://wbjeeb.nic.in or https://wbjeeb.in
ANM ও GNM কী ?
ANM (Auxiliary nursing midwifery)
GNM (General nursing midwifery)
এই কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য
ছেলে ও মেয়ে উভয় এই কোর্স করতে পারে
২ বছরের কোর্স
৩ বছরের কোর্স
এই পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা লাগে
বাসস্থানঃ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ANM বা GNM কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে ইংরাজি সহ ৪০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তবে এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও Appearing দেখিয়ে এই এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে কোর্সে ভর্তির আগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়সঃ ৩১ জুলাই ২০২৪ অনুযায় প্রার্থীর বয়স ১৭ বছর হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা নেই।
ভাষাঃ আবেদনকারীর বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। ক্ষেত্র বিশেষে নেপালি ভাষায় দক্ষতা লাগবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু
২১ মার্চ ২০২৪
আবেদন শেষ
২১ এপ্রিল ২০২৪
পরীক্ষার তারিখ
তারিখ
সময়
১৪ জুলাই ২০২৪
দুপুর ১২টা থেকে ১.৩০ পর্যন্ত
WBJEE: ANM or GNM পরীক্ষার প্যাটার্ন
পরীক্ষা হবে MCQ ধরনের। মোট ১১৫ নাম্বারের পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে ১০০টি। সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
বিষয়
ক্যাটাগরি-১
ক্যাটাগরি-২
মোট প্রশ্নের সংখ্যা
মোট নাম্বার
প্রশ্ন সংখ্যা
প্রশ্ন সংখ্যা
জীবনবিজ্ঞান
৩০
১০
৪০
৫০
ভৌতবিজ্ঞান
১৫
৫
২০
২৫
ইংরাজি
১৫
–
১৫
১৫
অংক
১০
–
১০
১০
জেনেরাল নলেজ
১০
–
১০
১০
লজিক্যাল রিজনিং
৫
–
৫
৫
৮৫
১৫
১০০
১১৫
* প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ (.০.২৫) নাম্বার কাটা যাবে।
আবেদনের মাধ্যম ও ফি
WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।