নার্স হতে চান ? শুরু হল আবেদন নেওয়া, এ বছর ANM-GNM ভর্তির জন্য পরীক্ষা হচ্ছে ১৪ জুলাইঃ WBJEE Entrance Examination 2024 for ANM or GNM Course

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) এ বছরের ANM (Auxiliary nursing midwifery) এবং GNM (General nursing midwifery) কোর্সে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু করল। পাশাপাশি কবে নাগাদ পরীক্ষা হবে সে দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ জুলাই এ বছরের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন(WBJEE) নেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। নার্সিং এ সুযোগ পেতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদনের সময়সীমা, পরীক্ষায় বিষয় ও সিলেবাস ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি এই প্রতিবেদনে তুলে ধরা হল।

WBJEE সারসংক্ষেপ

বোর্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)
পরীক্ষার নামকমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর- ANM & GNM
পরীক্ষার স্তররাজ্য স্তরের
পরীক্ষার ধরনপ্রবেশিকা পরীক্ষা
উদ্দেশ্যরাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজ বা ইন্সটিটিউশনে ANM/GNM ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.nic.in or https://wbjeeb.in

ANM ও GNM কী ?

ANM (Auxiliary nursing midwifery) GNM (General nursing midwifery) 
এই কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্যছেলে ও মেয়ে উভয় এই কোর্স করতে পারে
২ বছরের কোর্স৩ বছরের কোর্স

এই পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা লাগে

  • বাসস্থানঃ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ ANM বা GNM কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে ইংরাজি সহ ৪০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তবে এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও Appearing দেখিয়ে এই এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে কোর্সে ভর্তির আগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • বয়সঃ ৩১ জুলাই ২০২৪ অনুযায় প্রার্থীর বয়স ১৭ বছর হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা নেই।
  • ভাষাঃ আবেদনকারীর বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। ক্ষেত্র বিশেষে নেপালি ভাষায় দক্ষতা লাগবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু২১ মার্চ ২০২৪
আবেদন শেষ২১ এপ্রিল ২০২৪

পরীক্ষার তারিখ

তারিখসময়
১৪ জুলাই ২০২৪দুপুর ১২টা থেকে ১.৩০ পর্যন্ত

WBJEE: ANM or GNM পরীক্ষার প্যাটার্ন

পরীক্ষা হবে MCQ ধরনের। মোট ১১৫ নাম্বারের পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে ১০০টি। সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট

বিষয়ক্যাটাগরি-১ক্যাটাগরি-২মোট প্রশ্নের সংখ্যামোট নাম্বার
প্রশ্ন সংখ্যাপ্রশ্ন সংখ্যা
জীবনবিজ্ঞান৩০১০৪০৫০
ভৌতবিজ্ঞান১৫২০২৫
ইংরাজি১৫১৫১৫
অংক১০১০১০
জেনেরাল নলেজ১০১০১০
লজিক্যাল রিজনিং
৮৫১৫১০০১১৫
* প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ (.০.২৫) নাম্বার কাটা যাবে।

আবেদনের মাধ্যম ও ফি

WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া(EWS) এবং অনাথ প্রার্থীদেরঅন্যান্য সকল প্রার্থীদের
₹ ৩০০₹ ৪০০

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদনের লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment