পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র বিভাগে ( MICRO, SMALL & MEDIUM ENTERPRISES & TEXTILES ) ২৭ জন কর্মী নিয়োগের জন্য WBPSC বিজ্ঞপ্তি প্রকাশ করল। টেক্সাইল ও হ্যান্ডলুম বিভাগে যাদের পেশাগত ডিগ্রী এবং কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই কেবল এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কারা এই পদে আবেদন করতে পারবেন, নিয়োগ পদ্ধতি, বেতন এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়।
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা
ক. হ্যান্ডলুম বা টেক্সাইল প্রযুক্তির উপর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ বা অন্য কোনও সংস্থা থেকে ডিগ্রী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
হ্যান্ডলুম বা টেক্সাইল প্রযুক্তির উপর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ বা অন্য কোনও সংস্থা থেকে ডিপ্লোমা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
খ. প্রার্থীর অবশ্যই বাংলায় পড়া, লেখা ও কথা বলার দক্ষতা থাকতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ইন্টারভিউ এ কোনও চাকরিপ্রার্থীর ভাষাগত দক্ষতার অক্ষমতা প্রকাশ পেলে তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করা হবে।
গ. ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মে তফসিলি জাতি, তপসিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি ও ফি
কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন নেওয়া হবে। এই আবেদনের জন্য প্রার্থীকে ২১০ টাকা দিতে হবে। তফসিলি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ( PwBD having physicaldisability of 40% and above ) ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না। পশ্চিমবঙ্গবাসী অন্যান্য অনগ্রসর প্রার্থীদেরও ফি এর ছাড় নেই, তাদেরও ফি দিতে হবে। এর বাইরেও কনভেনিয়েন্স ফি ও GST লাঘব হবে। তবে বাইরের রাজ্যের তফসিলি এবং তফসিলি উপজাতি প্রার্থীরা ফি এর ক্ষেত্রে কোনও ছাড় পাবেন না।
শূন্যপদ
মোট শূন্যপদ | ২৭ | |||||
সংরক্ষন | SC | ST | OBC-A | OBC-B | PWBD | EWS |
৬ | ২ | ৩ | ২ | ১ | ৩ |
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী সংখ্যা কম হলে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বেশি পরিমাণে আবেদন জমা পড়লে প্রথমে একটি Screening test নেওয়া হবে। টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
আবেদন নেওয়া শুরু | ১২ মার্চ |
আবেদন নেওয়ার শেষ তারিখ | ২ এপ্রিল, বিকেল ৩টা অবধি |
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://psc.wb.gov.in |