পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত উন্নয়ন দফতরের তরফে কিছুদিন আগেই ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরে ৬৬৫২ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই প্রতিবেদন আমাদের ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছিল। বর্তমান চাকরির বাজারের চরম খরার দিনে এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়েছে। এই প্রতিবেদনে বিভিন্ন পদের জন্য আবশ্যক শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। যাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই প্রতিবেদনের মাধ্যমে উপযুক্ত তথ্য পেয়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন। এর আগের একটি প্রতিবেদনে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক এই চারটি পদের বিষয়ে আলোচনা করা হয়েছিল। সেই প্রতিবেদনটি পড়তে এখানে টিপুন। এরপর দ্বিতীয় কিস্তিতে আরও তিনটি পদের বিষয়ে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় প্রতিবেদনটি পড়তে এখানে টিপুন। আজ সেই প্রতিবেদনের তৃতীয় কিস্তি। চলুন শুরু করা যাক-
পঞ্চায়েত সমিতি ক্লার্ক তথা (CUM) টাইপিস্টঃ যোগ্যতা
আবশ্যিক যোগ্যতাঃ
- ভারতীয় নাগরিক হতে হবে।
- মাধ্যমিক বা সমতূল্য ডিগ্রী থাকতে হবে।
- প্রতি মিনিটে ইংরাজিতে ৩০টি শব্দ এবং বাংলায় ২০টি শব্দ কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
- এছাড়াও MS WORD বা অন্যান্য লেখালেখি করার যে সমস্ত কম্পিউটারের সফটওয়্যার রয়েছে, সেগুতে দক্ষ হতে হবে।
বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই চাকরিতে নিযুক্তরা মাসিক ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা করে বেতন পাবেন।
নিয়োগের পরীক্ষা-সিলেবাস
মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ ।
ইংলিশ | ২০ |
বাংলা | ২০ |
অংক | ২৫ |
সাধারণ জ্ঞান (Emphasis on Rural Life & Rural Development ) | ২০ |
ডাটা এন্ট্রি অপারেটরঃ পঞ্চায়েত সমিতি
আবশ্যিক যোগ্যতাঃ
- মাধ্যমিক পাশ বা সমতূল্য ডিগ্রী থাকতে হবে।
- প্রতি মিনিটে ইংরাজিতে ৩০টি শব্দ এবং বাংলায় ২০টি শব্দ কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
- রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে অন্তত ৩ মাসের কম্পিউটার চালানোর ট্রেনিং নেওয়া থাকতে হবে।
- প্রার্থীর প্রতি ঘণ্টায় ৬০০০ key depressions (ঘণ্টায় ৬০০০ কি প্রেস করার দক্ষতা) করার গতি থাকা প্রার্থীর আবশ্যিক।
কাম্য যোগ্যতাঃ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সঃ ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে। তবে সরকারি নিয়মে তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তরা (OBC) ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই চাকরিতে নিযুক্তরা মাসিক ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা করে বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস
মোট ১০০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে ৮৫ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে এবং ১৫ নাম্বারের ইন্টারভিউ ।
ইংলিশ | ২০ |
বাংলা | ২০ |
অংক | ২৫ |
সাধারণ জ্ঞান (Emphasis on Rural Life & Rural Development ) | ২০ |
পঞ্চায়েত ব্যবস্থায় এই আসন্ন নিয়োগ সম্পর্কে তিনটি প্রতিবেদনে মোট ৯টি পদের বিষয়ে অফিসিয়াল নোটিশের মাধ্যমে যতটুকু জানা গিয়েছে তা তুলে ধরা হল। এর পরেও আরও অনেক পদে কর্মী নিয়োগ করা হবে। সেই নিয়ে পরবর্তী প্রতিবেদনে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।
দরকারি লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbprms.in |
অফিসিয়াল নোটিফিকেশন | https://wbprms.in/notice/postlist |
রেজিস্ট্রেশন লিংক | https://wbprms.in/authentication/signup |