NBU COFAM Courses: স্বনির্ভর হতে টাকা রোজগারের কোর্স নিয়ে এলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের রোজগারের পথ দেখাতে উদ্যোগ নিলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। যাদের উদ্যানপালন (Horticulture) বিষয় নিয়ে আগ্রহ রয়েছে তাদের জন্য ১০টি সার্টিফিকেট কোর্স চালু করল বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিভাগ (COFAM)। খুবই অল্প মেয়াদের এই কোর্সগুলো ৬ থেকে ৩০ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে। কোর্স ফিও কম, একটি কোর্স বাদে বাকি সমস্ত কোর্স ১০০০-৩০০০ টাকার মধ্যে করা যাবে। শিক্ষাগত যোগ্যতার কোন কড়াকড়ি নেই। যে কোন শিক্ষাগত যোগ্যতার ব্যক্তি কোর্সগুলো করে স্বনির্ভর হতে পারবেন। নিচে বিশদে এই কোর্স সম্পর্কে দেওয়া হল।

কী কী কোর্স করান হবে ?

কোর্সের নামসময়সীমাকোর্স ফি
১. কর্মাশিয়াল হাইড্রোপনিক্স ১০ ঘণ্টা২০০০
২. প্রোটেক্টেড কাল্টিভেশন অফ ভেজিটেবিল ক্রপস১০ ঘণ্টা২৫০০
৩. কাল্টিভেশন অফ মাশরুম১০ ঘণ্টা১৫০০
৪. ভার্টিক্যাল রুফ গার্ডেনিং১০ ঘণ্টা২০০০
৫. ল্যান্ডস্কেপ হর্টিকালচার১৬ ঘণ্টা২৫০০
৬. পার্ল কালচার৬ ঘণ্টা১৫০০
৭. টেরারিয়াম কালচার১০ ঘণ্টা১০০০
৮. ভার্মি কম্পোস্ট ট্রেনিং১০ ঘণ্টা১৫০০
৯. প্ল্যান্ট টিস্যু কালচার৩০ ঘণ্টা৫০০০
১০. নার্সারি ম্যানেজমেন্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং১০ ঘণ্টা৩০০০

কীভাবে আবেদন করবেন ?

উল্লেখিত কোর্সগুলি করতে আগহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের COFAM বিভাগের প্রধান অমরেন্দ্র পাণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাঁর ফোন নম্বর নিচে দেওয়া হল। এছাড়াও আবেদন জানানোর জন্য বিজ্ঞপ্তিতে ইমেল আইডি দেওয়া রয়েছে। আবেদনের জন্য আবেদনকারীকে ইমেল মারফত নিজের জীবনপঞ্জি (Biodata), শিক্ষাগত যোগ্যতার নথিপত্র পাঠিয়ে দিতে হবে। পরবর্তীতে বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে। আবেদনের কোন নির্দিষ্ট সময়সীমা নেই, সারা বছর ধরে এই কোর্সগুলোতে ভর্তি হওয়া যাবে।

অমরেন্দ্র পাণ্ডের ফোন নম্বরঃ 9933772912

ইমেল আইডিঃ cofam@nbu.ac.in

এই কোর্সগুলি করলে কী সুবিধা পাওয়া যাব ?

কোর্সগুলো স্বল্প মেয়াদের এবং খুব খরচের বলে অবহেলা করার কোন কারণ নেই। কারণ বর্তমান বাজারে কাজের বড়ই অভাব। লক্ষ লক্ষ ছেলেমেয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করে বাড়িতে বেকার বসে আছেন। উক্ত কোর্সগুলিতে শিক্ষার্থীদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে করে তারা কোর্স শেষ করে নিজেই কাজ শুরু করে স্বনির্ভর হয়ে উঠতে পারেন। মূলত এই কোর্সের শিক্ষার্থীরা যাতে কাজ শিখে টাকা রোজগার করতে পারেন সেই উদ্দেশ্যেই বিশ্ববিদ্যালয় উক্ত কোর্সগুলো চালু করেছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload

আরও পড়ুন- কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার (SSC CGL) বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, শূন্যপদ ১৭৭২৭

আরও পড়ুন- কলকাতা সিটি সিভিল কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগ, আবেদন চলছে

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment