কার্টুন বানানো শিখুন খুব কম খরচে, স্বনামধন্য সেন্ট জেভিয়ার্স কলেজে

ছোটবেলায় কার্টুন দেখতে কে না ভালোবাসতো। আমরা প্রায় প্রত্যেকেই কম বয়সে বিভিন্ন কার্টুন চরিত্রে বুঁদ হয়ে থাকতাম। এখনও কী সেই নেশা ছুটেছে ? একটু খোঁজ করলেই পাওয়া যাবে ৮ থেকে ৮০ অনেকেই ‘টম অ্যান্ড জেরি’র ফ্যান। যাদের কার্টুন বানাতে আগ্রহ রয়েছে তাদের জন্য একটা দারুণ কোর্স নিয়ে এলো সেন্ট জেভিয়ার্স কলেজ। ‘ডিপ্লোমা ইন মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন’ নামে কোর্সটিতে মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন সংক্রান্ত প্রযুক্তির খুঁটিনাটি হাতে-কলমে শেখানো হবে। কোর্সটির মেয়াদ এক বছরের।  বর্তমানে সারা বিশ্ব জুড়ে প্রযুক্তির ব্যাপকভাবে উন্নতি ঘটছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যানিমেশন জানা লোকের চাহিদাও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রি দিন দিন বাড়ছে। স্বাভাবিকভাবেই বিরাট চাকরির সুযোগও তৈরি হচ্ছে, সেটা মাথায় রেখেই সেন্ট জেভিয়ার্স কলেজ এই ডিপ্লোমা কোর্সটি চালু করেছে।

কোর্সটিতে ভর্তি হতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে ?

শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই কোর্স করা যাবে। ‘first come first serve’ নীতিতে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ যে প্রথমে আসবে তাকেই ভর্তি নেওয়া হবে। তবে মনে রাখতে হবে অ্যানিমেশন একটি সৃজনশীল কাজ (Creative Work)। এই কাজে পড়াশোনার চেয়ে  ড্রয়িং, স্কেচিং এর মতো সৃজনশীল কাজে দক্ষতা থাকাটা সবচেয়ে বেশি জরুরি।

কোর্সটিতে যে যে বিষয় শেখানো হবে

ডিপ্লোমা এই কোর্সটি একটি চাকরিমুখী কোর্স। আধুনিক অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন সেই বিষয়ে এই ডিপ্লোমা কোর্সে শেখানো হবে।

  • গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া সম্পর্কে সাধারণ জ্ঞান
  • ডেক্সটপ ডিজাইনিং এবং ইমেজিং (Photoshop, Coreldraw)
  • অ্যানিমেশন সম্পর্কে প্রাথমিক ধারণা
  • থিওরি ও প্র্যাক্টিক্যাল সহ 2D অ্যানিমেশন (Flash)
  • 3D আর্কিটেকচার ডিজাইনিং (Walkthrough and Animation)
  • এছাড়াও মায়া, আফটার এফেক্ট এর মতো দুর্দান্ত অ্যাপ্লিকেশন সংক্রান্ত শিক্ষা দেওয়া হবে।

ক্লাসের স্থান ও সময়

কলকাতার কলেজ ক্যাম্পাসেই কোর্সেটির ক্লাস করানো হবে। সপ্তাহে তিন থেকে চার দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাস হবে। তবে শনিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস করানো হবে।

ক্লাস শুরু কবে ? কোর্স ফি কত ?

কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ আগস্ট থেকে  কোর্সটির ক্লাস শুরু হবে। এই ডিপ্লোমা কোর্সটির কোর্স ফি বাবদ ৩৮৫০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনের মাধ্যমে কোর্স ফি জমা করা যাবে। একবারে সম্পূর্ণ কোর্স ফি জমা করতে হবে না। দুটি কিস্তিতে কোর্স ফি দেওয়া যাবে। প্রথম কিস্তিতে ২২৫০০ টাকা দিতে হবে এবং পরের কিস্তিতে বাকি ১৬০০০ টাকা দিতে হবে।

আবেদন করতে হবে কীভাবে ?

কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে এই কোর্সের জন্য আবেদন করা যাবে। নিচে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।

এই কোর্স করে চাকরির কী কী সুযোগ রয়েছে

বর্তমানে চাকরির খুবই অভাব। হাতেগোনা কয়েকটি বেসরকারি ক্ষেত্রে শুধু চাকরির চাহিদা বাড়ছে। তার মধ্যে একটি হলো অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। ভালোভাবে অ্যানিমেশন শেখা থাকলে অনেক ভাবেই টাকা রোজগার করা যায়। নিচে কয়েকটি পেশার উল্লেখ করা হলো-

  • ইউটিউবের মতো আরো নানা সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ আজকাল ভিডিও কনটেন্ট দেখতে বেশি পছন্দ করেন। বহু ভিডিও কনটেন্ট অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। অ্যানিমেশন জানা থাকলে বিভিন্ন নামী কোম্পানিতে ভিডিও কনটেন্ট বানানোর চাকরি পাওয়া যায়।
  • পড়াশোনার ক্ষেত্রেও বিষয়বস্তুকে ভালোভাবে বোঝাতে অ্যানিমেশন ব্যবহার করা হয় আজকাল। এডুকেশন ফিল্ডেও ‘অ্যানিমেশন শিল্পি’দের কদর বাড়ছে।
  • বিশ্ব জুড়ে অনেক অ্যানিমেটেড সিনেমা তৈরি হয়। ভালো কাজ জানা থাকলে সিনেমা জগতেও উচ্চ বেতনের চাকরি পাওয়া যায়।
  • এছাড়াও স্বাধীনভাবে কাজ করে ভালো ইনকামের রাস্তাও খোলা রয়েছে। ফ্রিল্যান্সিং কাজ করে কিংবা নিজেই ব্যবসা শুরু করেও মোটা রোজগার করেন অনেকেই।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদন করুন Apply Now

আরও পড়ুন- পোস্ট অফিস রিক্রুটমেন্ট: গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024, শূন্যপদ ৪৫ হাজার

আরও পড়ুন- ibps clerk notification 2024: IBPS শূন্যপদ ৬১২৮

আরও পড়ুন- WBCS পরীক্ষা সম্পর্কে All in one data 

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment