এবারে প্রথমবার একাদশে সেমিস্টার পদ্ধতিতে MCQ ধরনের পরীক্ষা হবে। তথ্যগত না বোধ পরীক্ষণ মূলক প্রশ্ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা সংসদ থেকে দেওয়া হয়নি। আবার, যেহেতু বিগত বছরের প্রশ্নপত্রও হাতে নেই তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে যত বেশি জানা যায় ততই ভালো। সেটা মাথায় রেখেই আমাদের প্রশ্ন-উত্তর পর্ব তথ্য সমৃদ্ধ করে তোলার প্রয়াস করা হয়েছে। আশা করা যায়, আমাদের সঙ্গে প্রস্তুতি নিলে পরিশ্রম বিফলে যাবে না, বরং খুব ভালো ফল হবে।
১. ‘নিমীলিত লোচন’ অর্থ কী ?
উত্তরঃ চোখ বোজা বা চোখ বন্ধ করে থাকা।
২. নেপোলিয়ন কে ছিলেন ?
উত্তরঃ একজন ফরাসি সম্রাট। তিনি ১৫ আগস্ট ১৭৬৯ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন এবং ৫ মে ১৮২১ খ্রিষ্টাব্দে পৃথিবী ত্যাগ করেন।
৩. ওয়াটার্লু যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তরঃ ওয়াটার্লু যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার্লু নামে এক স্থানে সংঘঠিত হয়। ফরাসিদের সম্রাট (Emperor of the French) নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন ব্লুচারের অধীন প্রুশিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
৪. ‘ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে’ ডিউক মহাশয় কে ছিলেন ?
উত্তরঃ ডিউক অব ওয়েলিংটন একজন ব্রিটিশ সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন। তিনি ওয়াটার্লু যুদ্ধে নেপোলিনের সঙ্গে যুদ্ধ করেন।
৫. ‘মার্জার’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ বিড়াল।
৬. ‘ব্যুহ’ মানে কী ?
উত্তরঃ যুদ্ধের জন্য সেনা সাজানো।
৭. ‘________ উপর বসিয়ে হুকা হাতে _________।’ শূন্যস্থান পূরণ।
উত্তরঃ চারপায়ীর, ঝিমাইতেছিলাম।
আরও পড়- চর্যাপদ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণী, বাংলা ভাষা ও সংস্কৃতি
৮. ‘আমি ভাবতেছিলাম যে’ কে কী ভাবছিলেন ?
উত্তরঃ লেখক ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ন হতেন।
৯. ‘প্রথমে মনে হইল’ কার কী মনে হয়েছে ?
উত্তরঃ ওয়েলিংটন সাহেবের বিড়ালত্ব প্রাপ্তি হয়েছে বলে লেখকের মনে হয়েছিল।
১০. ‘দেওয়ালের উপর চঞ্চল ছায়া, ________ নাচতেছে।’ শূন্যস্থান পূরণ।
উত্তরঃ প্রেতবৎ।
১১. ‘বলিব মনে করিলাম যে’ কে, কাকে, কী বলতে চেয়েছিলেন ?
উত্তরঃ লেখক ওয়েলিংটনকে বলতে চেয়েছিলেন যে, অনেক পুরস্কার দেওয়া হয়েছে আর দেওয়া যাবে না।
১২. ‘বিশেষ অপরিমিত লোভ ভালো নহে’ কার লোভের কথা বলা হয়েছে ?
উত্তরঃ ওয়েলিংটনের লোভের কথা বলা হয়েছে।
১৩. ‘তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখলাম যে’ লেখক কী দেখলেন ?
উত্তরঃ ওয়েলিংটন নয়।
১৪. ‘________ আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল।’ শূন্যস্থান পূরণ।
উত্তরঃ প্রসন্ন।
১৫. ‘তাহা নিঃশেষ করিয়া উদরসৎ করিয়াছে’ কে কী নিঃশেষ করেছে ? উদরসৎ কথাটির অর্থ কী?
উত্তরঃ লেখকের পোষা বেড়াল দুধ নিঃশেষ করেছে। উদরসৎ মানে খেয়ে ফেলা।
১৬. ‘অতি মধুর স্বরে বলিতেছেন’ কে কী বলেছিল ?
উত্তরঃ লেখকের পোষা বিড়াল ‘মেও’ বলেছিল।
১৭. ‘মার্জার মনে মনে ভাবিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল’ কী ভাবছিল ?
উত্তরঃ কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই।
১৮. ‘কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই’ এই প্রবাদের অর্থ কী ?
উত্তরঃ একজন খাটনি করে, আর তার ফল অন্য কেউ ভোগ করে।
১৯. ‘বুঝি বিড়ালের মনের ভাব’ বিড়ালের মনের ভাব কী ?
উত্তরঃ তোমার দুধ ত খাইয়া বসিয়া আছি- এখন বল কী ?
২০. ‘দুধ _________ দুহিয়াছে প্রসন্ন।’ শূন্যস্থান পূরণ।
উত্তরঃ মঙ্গলার।
২১. ‘তবে চিরাগত একটি প্রথা আছে যে’ কী প্রথা আছে ?
উত্তরঃ বিড়াল দুধ খেলে তাকে মারতে হয়।
২২. ‘সুতরাং রাগ করিতে পারি না’ কেনো লেখক রাগ করতে পারেন না ?
উত্তরঃ প্রসন্নর এনে দেওয়া দুধ বিড়াল খেয়ে নিয়েছে। সেই দুধ মঙ্গলার, তাই ওই দুধের উপর লেখকের যা অধিকার ঠিক একই অধিকার বিড়ালেও। তাই লেখক রাগ করতে পারেন না।
২৩. ‘মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে।’ কেনো লেখক কুলাঙ্গার রূপে পরিচিত হবেন ? কী বাঞ্ছনীয় নয় ?
উত্তরঃ বিড়াল দুধ খেলে তাকে মারাটাই রীতি। যদি লেখক তার বিড়ালকে না মারেন তাহলে তিনি মানুষের জগতে কুলাঙ্গার হিসাবে পরিচিত হবেন। এটাই বাঞ্ছনীয় নয়।
২৪. ‘কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে’ কে, কাকে, কেনো উপহাস করবে ?
উত্তরঃ বিড়ালের দুধ খেলে তাকে মারাই প্রথা। যদি লেখক তার দুধ খেয়ে নেওয়া বিকালকে না মারেন তাহলে ওই বিড়াল নিজের স্বজাতির মধ্যে এই বলে লেখককে নিয়ে উপহাস করতে পারে যে, কমলাকান্ত পুরুষ মানুষ হয়েও অন্যায়কারী বিড়ালকে মারতে পারে না ! যা কাপুরুষের মতো কাজ।
২৫. ‘অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ পুরুষের মতো আচরণ কী ?
উত্তরঃ দুধ খাওয়া বিড়ালকে মারা।
২৬. ‘ইহা স্থির করিয়া’ কে, কী স্থির করলেন ?
উত্তরঃ লেখক তার দুধ খেয়ে নিয়েছে যে বিড়াল, তাকে মারতে স্থির করলেন।
২৭. ‘ভগ্ন যষ্টি’ অর্থ কী ?
উত্তরঃ ভাঙ্গা- মচকা লাঠি।
২৮. ‘মারপিট কেন ? আমরা কিছু পাইব না কেন ?’ বক্তা কে ? কিসের মারপিটের কথা বলা হয়েছে ?
উত্তরঃ বক্তা লেখকের বিড়াল। বিড়াল দুধ খেলে মানুষ মারতে যায়, এখানে সেই মারপিটের কথাই বলা হয়েছে।
২৯. ‘বুঝলাম যে, বিড়াল বলিতেছে’ বিড়াল কী বলছে ?
উত্তরঃ মারপিট কেন ?
৩০. ‘আমাদের আপত্তি নেই’ কার, কিসে আপত্তি নেই ?
উত্তরঃ মানুষ দুধ, দই, সর, মাছ, মাংস খায় এতে বিড়াল কুলের কোনো আপত্তি নেই।
আরও পড়- Olympic Games History: অলিম্পিক গেমসের ইতিহাস ও তার ৩ হাজার বছরের জীবনচক্রের সংক্ষিপ্ত পরিচয়
আরও পড়- পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর, Click Here
বিড়াল প্রবন্ধ প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: Biral Question Answer MCQ, Part 2
*** পরবর্তী পর্বে আরও প্রশ্ন-উত্তর প্রকাশ করা হবে, নজরে রাখো।